বিকাশ অফার ২০২২ :

bKash হচ্ছে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম  ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে ও দ্রুত টাকা পাঠানোর অন্যতম পদ্ধতি। কোন ধরনের ঝামেলা প্রতারণা এবং সময় ব্যয় না করে কয়েক সেকেন্ডের মধ্যে দেশের যেকোনো প্রান্তে এক বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সুব্যবস্থা। বিকাশ ইউজার কারীদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে বিকাশ আমরা আজকে বিকাশ অফার ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

more post: ফেসবুকে ফ্রি লাইক কমেন্ট শেয়ার নেওয়ার উপায়

প্রথমেই Google Play Store থেকে bkash app ডাউনলোড করুন। আপনার ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি পার্সোনাল একাউন্ট রেজিস্ট্রেশন করুন, হয়ে গেল। প্রথমবার লগ ইন করলেই আপনার একাউন্টে ২৫ টাকা জমা হয়ে যাবে। এরপরে একাউন্ট তৈরির ১ সপ্তাহের মধ্যে আপনি যদি যেকান নম্বরে রিচার্জ করলে পাবেন আরো ২৫ টাকা।


বিকাশ অফার ২০২২ পেতে হলে এখনই গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে করতে হবে। বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পরে যদি বিকাশ একাউন্ট করা না থাকে তাহলে যেকোনো মোবাইল সিম অপারেটরের মাধ্যমে একটি NID কার্ড এবং ঐ ব্যক্তির উপস্থিত থাকার মাধ্যমে একটি বিকাশ একাউন্ট তৈরি করা সম্ভব।

প্রথমে বিকাশ একাউন্ট এর ভিতরে প্রবেশ করুন। যদি বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে সেই বিকাশ একাউন্ট নাম্বারটি লিখুন।


অথবা যদি বিকাশ একাউন্ট করা না থাকে, তাহলে যে নাম্বার এর মাধ্যমে বিকাশে একাউন্ট করতে চাচ্ছেন ঐ নাম্বারটি বসান। যদি ওই নাম্বারে আগে বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে ওই নাম্বারে একটি ছয় ডিজিটের কনফার্মেশন এসএমএস (confirmation code) সেন্ড করা হবে। 


6 ডিজিটের কোটি খালি করে বসাতে হবে। তবে বিকাশ অ্যাপের চমৎকার একটি ফিচার হলো গুগোল এ allow এর মাধ্যমে কনফার্মেশন এসএমএস ফটো পেস্ট হয়ে যাওয়া। তারপরে আপনার কাঙ্খিত 5 ডিজিট এর গোপন কোড নম্বর (password) তুই বসান 


এরপরে আপনার বিকাশ একাউন্টে সম্পূর্ণ লগইন হয়ে গেল। এখন আপনার বিকাশ একাউন্টের সকল ফেসিলিটি ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে বিকাশ অফার ২০২২ এর সকল অফার গুলো খুব সহজে দেখতে পারবেন।

বিকাশ অফার ২০২২
ইনবক্স এই অপশন এ ক্লিক করলে ২টা অপশন দেখতে পাবেন। লেনদেন আর notification । এই notification options এ daily যত অফার আপনার জন্য আছে টা সব দেখতে পারবেন । এবং আপনি যদি এইখানে না ঢুকেন তারপরেও আপনার notification বার এ সকল offer notification গুলো শো করবে।এবং লেনদেন options এ ক্লিক করলে আপনি বিগতদিনে যতগুলো লেনদেন করছেন টা সব দেখতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে বিকাশ অফার ২০২২ জানতে হবে নতিফিকেশন অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই নোটিফিকেশনের মাধ্যমে বিকাশ একাউন্টের আপনার জন্য প্রতিদিনের যতগুলো অফার রয়েছে সব সেন্ড করা হবে। এবং আপনি আপনার পছন্দের অফার গুলো উপভোগ করতে পারেন।
-ক্যাশব্যাক অফার
-পে বিল অফার
-রিচার্জ অফার
-সেন্ড মানি অফার 
-ক্যাশ আউট অফার
-ব্যাংক টেনাসফার অফার
-ব্যাংক একাউন্ট এড করার অফার
এছাড়াও আরও নানান ধরনের অফার পাবেন। এই অফার গুলো বিকাশ অফার ২০২২ নামে বিবেচিত।একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগেরও বেশি মানুষ গ্রামে বাস করেন, যেখানে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা পাওয়া বেশ কষ্টসাধ্য। অথচ প্রিয়জনের পাঠানো টাকা পাওয়া, বা আর্থিক সেবা ব্যবহার করে নিজেদের অবস্থার উন্নয়নের জন্যে গ্রামের এই মানুষগুলোরই এধরনের সেবার প্রয়োজন সবচেয়ে বেশি। এই প্রয়োজনীয়তাকে কেন্দ্র করেই ২০১০ সালে BRAC Bank Limited এবং Money in Motion LLC এর একটি যৌথ উদ্যোগ হিসেবে bKash যাত্রা শুরু করে।

কীভাবে রেফার করবেন?

 বিকাশ অ্যাপে মেনুবারে থেকে “রেফার বিকাশ অ্যাপ” অপশনে। রেফার করুন” বাটনে ক্লিক করে রেফারেল লিংকটি টেক্সট মেসেজ, মেসেঞ্জার বা সোশ‌্যাল মিডিয়া যেকোন উপায়ে সম্ভাব্য নতুন গ্রাহকের কাছে শেয়ার করুন। ব্যস হয়ে গেল। আপনার দেয়া লিং থেকে তিনি বিকাশ অ্যাপ ইনস্টল করে সাইন আপ করলেই এবং প্রথম লেনদেন করলেই আপনি তাৎক্ষণিক ১০০ টাকা বোনাস পেয়ে যাবেন।
bkash interest offer 2022
আপনি এখন বিকাশের মাধ্যমে নিরাপদে টাকা রাখার পাশাপাশি, বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। বিকাশ তাদের গ্রাহককে সর্বনিম্ন ১.৫% থেকে শুরু করে ২%, ৩% এবং সর্বোচ্চ ৪% হারে ইন্টারেস্ট দিয়ে থাকে।

যেমন, আপনার বিকাশ একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন।










Post a Comment

নবীনতর পূর্বতন