what is SEO? | how to learn SEO step by step এসইও হল কোন একটি নির্দিষ্ট কিওয়ার্ড কে গুগলের মাধ্যমে সার্চ করে কোন একটি স্পিসিফিক ওয়েবসাইটকে গুগলের ফাস্ট পেজে নিয়ে আসার বা প্রথম স্থানে নিয়ে আসার একটি টেকনিক্যাল নিয়ম।

what is SEO? | how to learn SEO step by step

how to learn SEO step by step এসইও পরিপূর্ণভাবে শেখার ক্ষেত্রে অনেক বিষয়ের উপর দৃঢ়ভাবে নজর দিতে হবে।

১/কিওয়ার্ড রিসার্চ

২/কিওয়ার্ড প্লেসমেন্ট

৩/টাইটেল অপটিমাইজ

৪/মেটা ডিস্ক্রিপশন

৫/ফোকাস কিওয়ার্ড

৬/ব্লগ লিংক ফোকাস কিবোর্ড সেটাপ।

৭/ফিচার ইমেজ ব্যবহার

৮/আল্ট ট্যাগ ইউজ

৯/আর্টিকেল এর ভিতরে পর্যাপ্ত ইমেজ ব্যবহার করা।

১০/প্রত্যেকটা ইমেজের টাইটেল ডিসক্রিপশন এ ফোকাস কিওয়ার্ড ব্যবহার কর

top google cameras Download Configuration of all phones

what is SEO? | how to learn SEO step by step এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব:

কিওয়ার্ড রিসার্চ করা একটি আর্টিকেল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন একটি কিওয়ার্ড একটি আর্টিকেল রেংক করার জন্য সবথেকে কার্যকরী জিনিস। অবশ্যই ওয়েবসাইটের শুরুর দিকে লং টেইল কীওয়ার্ড নিয়ে কাজ করা দরকার। বড় কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভিজিটর কম থাকলেও রেংক পাওয়া খুব সহজ। যদি ওয়েবসাইটের প্রথম অবস্থা তেই শর্ট টেল ওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে খুব সহজেই একটি পোস্ট rank আনা সম্ভব নয়।

কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড সার্চ ভলিয়ম, ইত্যাদির উপর বিবেচনা করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।


what is SEO? | how to learn SEO step by step কিওয়ার্ড প্লেসমেন্ট:


 একটি ব্লক লেখার সময় রিচার্জকৃত কিওয়ার্ড প্লেসমেন্ট করার জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে হয়। কারণ একটি আর্টিকেল এর মধ্যে কোথায় কোথায় কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে সেই বিষয়ে অ্যাডভান্স জ্ঞান থাকা অবশ্যক। একটি আর্টিকেল এর মধ্যে h1 h2 h3 h4 h5 ইত্যাদি ট্যাগ ব্যবহার করা দরকার। এবং এই ট্যাগ গুলো কোথায় কোথায় কি পরিস্থিতিতে ব্যবহার করতে হবে সেগুলো জানা দরকার।

ব্লগপোস্ট হেডিং অপশনে h1 ট্যাগ ব্যবহার করতে হবে। এবং ব্লগ পোস্টের মধ্যে ব্লক আকার অনুযায়ী ফোকাস কিওয়ার্ড অর্থাৎ মেইন কি ওয়ার্ড ব্যবহার করতে হবে।ব্লক যদি 300 ওয়ার্ড এর হয় তাহলে আর থেকে দশবার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এরকমভাবে ধারাবাহিক কিওয়ার্ড ডেনসিটি মেন্টেন করতে হবে।


ব্লগ পোস্টের টাইটেল সঠিকভাবে দিতে হবে:

শুধুমাত্র রিচার্জকৃত  ফোকাস কিওয়ার্ড টাইটেল এর মধ্যে দেওয়া যাবেন। অবশ্যই কিওয়ার্ড এর আগে এবং পিছে রিলেটেড মিলিয়ে কিছু এড করতে হবে। টাইটেল এর মধ্যে সংখ্যাবাচক ব্যবহার করতে হবে। টাইটেল এর মধ্যে নেগেটিভ পজেটিভ ব্যবহার করতে হবে। টাইটেল এর মধ্যে ব্রাকেট ব্যবহার করতে হবে।


এসইও করার ক্ষেত্রে মেয়েটার ডিসক্রিপশন এর:

এসইও করার জন্য মেটা ডিস্ক্রিপশন খুবই। মেটা ডিস্ক্রিপশন হলো। গুগোল এ কোন কিছু সার্চ করলে উপরে ওয়েবসাইট তার নিচে টাইটেল শো করে। এবং তার নিচের দুই লাইনের ছোট্ট একটি প্যারা শো করে। সেই দুই লাইন বা 150 ওয়ার্ডের প্যারা কে মেটা ডিস্ক্রিপশন বলে। মেটা ডিস্ক্রিপশন এর মধ্যে অবশ্যই মেইন ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে।

 মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করে এবং কাজ করিয়ে নিতে চাইলে ক্লিক করুন:

ব্লগ লিংক সেটআপ করার নিয়ম:

যদি আপনি ব্লগার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কাস্টম ভাবে পার্মালিনক এগিয়ে। কাস্টম পার্মালিনক এ ক্লিক করে আপনার ফোকাস কিওয়ার্ড দিতে হবে। এবং প্রত্যেকটি স্পেসের মধ্যে একটি হাইপেন দিতে হবে। এবং যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে। আপনার ব্যবহারকৃত টাইটেল অটোমেটিকলি লিংক এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। এবং আপনি চাইলে সেটি এডিট করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন