fiverr এ কাজ পাওয়ার উপায় || fiverr এ কিভাবে কাজ পাওয়া যায়
fiverr এ কাজ পাওয়ার উপায় || fiverr এ কিভাবে কাজ পাওয়া যায়


অনলাইনে ইনকাম করার জন্য বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে যেখানে একজন কর্মী বিভিন্ন কর্মদক্ষ থাকে কাজে লাগিয়ে দেশের এবং বিদেশের বিভিন্ন ক্লাইন্টের বিভিন্ন প্রজেক্ট কে সাকসেসফুল ভাবে ডেলিভারি করার মাধ্যমে একটি প্রফিট ইনকাম করে।

এমনই কিছু মার্কেটপ্লেস এর মধ্যে জনপ্রিয় পর্যায়ে এবং বিগেইনারদের জন্য বেস্ট চয়েজ ফাইবার মার্কেট প্লেস। এখানে আপনি ছোট ছোট কাজ করার মাধ্যমে অর্থাৎ ছোট skill ডেভেলপমেন্ট এর মাধ্যমে অগণিত কাজের অর্ডার পাবেন এবং সাথে সাথে আপনার skill ডেভেলপ করতে পারবেন সর্বোপরি প্রফিট ইনকাম করতে পারবেন।

ফাইবারে কাজের অর্ডার পাওয়ার জন্য বেশ কিছু হিডেন টিপস এন্ড ট্রিকস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফাইবারে আপনার একটা ক্লিয়ার ডেভলপ করতে পারেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ফাইবারের সকল ধরনের হিডেন টিপস এন্ড ট্রিকস অর্থাৎ fiverr এ কাজ পাওয়ার উপায় fiverr এ কিভাবে কাজ পাওয়া যায় এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।


ফাইবারে কোন কাজ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটি gig পাবলিস্ট করতে হবে। gig বলতে বোঝায় আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়কের উপরে ভিডিও অডিও এবং ইমেজ এর মাধ্যমে ডেসক্রিপশন টাইটেল প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আপনার skill গুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাতে তারা আপনার ভিডিও অডিও ইমেজ ডিসক্রিপশন ইত্যাদি দেখে আপনাকে হায়ার করার জন্য প্রস্তুত হতে পারে।


gig পাবলিস্ট করার পরে সর্বপ্রথম কাজ হল ওয়েবসাইটে একটিভ থাকা। যদি আপনি ওয়েবসাইটে একটিভ না থাকেন তাহলে বায়ার কখনোই আপনাকে মেসেজ দিবে না যদি আপনি একটিভ থাকেন তাহলে বায়ার বুঝতে পারবে আপনি একটিভ এবং আপনাকে এসএমএস দিলে সে গতানুগতিক সাথে সাথে রিপ্লাই পাবে। যদি আপনি একটিভ না থাকেন তাহলে সে আপনাকে মেসেজ দিলেও আপনি সাথে সাথে তার মেসেজের রিপ্লাই দিতে না পারার কারণে সে অন্য একজন কে হায়ার করে নেবে। তাই প্রথম শর্ত হলো ওয়েবসাইটে লগইন থাকা এবং একটিভ থাকা।


এখন আমরা জানব ফাইবারে আপনি কোন কোন বিষয়ের উপর gig publist করলে বেশি রেসপন্স এবং বেশি অর্ডার পেতে পারেন।

লগো ডিজাইন করে ফাইবার থেকে উপার্জন:

লগো ডিজাইন ফাইবার মার্কেটপ্লেসে একটি জনপ্রিয় skill. এই skill প্রয়োগ করে অনেক ব্যক্তি ফাইবার প্ল্যাটফর্মে তাদের নিজের ক্যারিয়ার গঠন করার মাধ্যমে সফলতা অর্জন করেছে। লোগো ডিজাইন এর জন্য নির্ধারিত এমাউন্ট ৫$ ১০$ এরকম হয়ে থাকে। তাই খুব সহজেই এই কাজের অর্ডার গুলো পাওয়া যায়। এবং আপনি যখন ছোট ছোট কাজগুলোকে সম্পূর্ণ ভাবে ডেলিভারি করার পরে আস্তে আস্তে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করবেন। 


ছোট ছোট কাজ করে সঠিকভাবে ডেলিভারি করার মাধ্যমে একটা ফাইভ স্টার রেটিং এবং ভাল একটি ফিডব্যাক পেয়ে যাবেন। এই রেটিং আর ফিডব্যাক এর বদৌলতে নেক্সট টাইম কাজ পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায়।

ডাটা এন্ট্রি কাজ করে ফাইবারে ইনকাম করার উপায়:

বর্তমান সময়ে ডাটা এন্ট্রি কাজ খুবই জনপ্রিয় কারণ ডিজিটাল কর্মকান্ডের জন্য ডাটা এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ আর এই skill development করার মাধ্যমে ফাইবার থেকে বিপুল পরিমাণ কাজের অর্ডার পাওয়া সম্ভব। gig পাবলিস্ট করে একটিভ থাকলেই ছোট ছোট কাজের অর্ডার আসতে থাকবে।

তবে এই কাজে সাকসেসফুল হতে হলে অবশ্যই ডাটা এন্ট্রি সম্পর্কে ভালোভাবে জানতে হবে ভালোভাবে প্রস্তুতি ভালোভাবে প্রশিক্ষণ ছাড়া কখনোই ডাটা এন্ট্রি সেক্টরে সফলতা অর্জন করা সম্ভব নয়। ডাটা এন্ট্রি মানে কোন একটি তথ্যকে একত্রিত করা। আপনি যদি তথ্যগুলো একত্রিত করার প্রসেস গুলো না জানেন তাহলে কখনোই সঠিকভাবে ডাটা গুলোকে একত্রিত করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন না।



ডিজিটাল মার্কেটিং করে ফাইবার থেকে উপার্জন

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি বেশ জনপ্রিয় পর্যায়ে আছে আপনার প্রোডাক্ট কে অনলাইনের মাধ্যমে সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটিং করার জন্য google facebook youtube instagram twitter platform কে বেছে দিতে হবে। এবং এই প্লাটফর্ম গুলোতে কিভাবে অল্প মূল্যে প্রমোশন করা যায় সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এবং অল্প প্রমোশনে বেশি প্রোডাক্ট সেল বেশি ভিজিটর কাউন্ট করতে পারলেই আপনি সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন।
এই কাজটা করার জন্য আপনার প্রয়োজন ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড পেপাল ব্যাংক একাউন্টের মাধ্যমে করতে হবে। এবং এই কাজ এর জন্য আপনাকে সঠিক নিয়ম মেনটেইন করে মার্কেটপ্লেসে লেগে থাকতে হবে। সঠিকভাবে কাজ সম্পন্ন করার পরে প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে নম্রতার সহিত ফাইভ স্টার রেটিং এবং ভালো একটি ফিডব্যাক নিতে হবে এটা আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।

জিরো নলেজ Fiverr Hidden Tips Bangla


আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনি চাইলে ফাইবার প্ল্যাটফর্মে ইনকাম করতে পারেন। ধরুন, ফাইবার অ্যাকাউন্ট করলেন এবং সেখানে একটি বিষয়ের উপর গিগ পাবলিস্ট করলেন, বিষয়টা নির্বাচন করলেন ওয়েব ডেভলপার, এখন ধরুন একজন বায়ার আপনাকে কাজ দিল গিগ পাবলিস্ট করার পরে।

 আপনাকে কাজটা দিল অথচ আপনি ওই বিষয়ে বা ওই ওয়েব ডেভলপার ক্যারিয়ারের সাথে যুক্ত না অর্থাৎ আপনি এই কাজটা নিজে করতে পারেন না। তখন আপনি তার থেকে অর্ডার নিয়ে মার্কেটপ্লেস এর বাহিরে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোন একজন ওয়ার্কার হায়ার করবেন। সেই ওয়ার্কার কে আপনি ১০০ ডলার থেকে ২০ ডলার পেমেন্ট করবেন। এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপনার কাজটা কমপ্লিট করবে।

কমপ্লিট করার পরে আপনি ফাইবার মার্কেটপ্লেসে গিয়ে ওই বায়ার কে আপনার ফাইবারের বাহির থেকে করে নেওয়া কাজটি প্রথম বায়ারকে সাবমিট করবেন। এখান থেকে প্রথম বায়ার আপনাকে ১০০ ডলার পেমেন্ট করল এবং দ্বিতীয় ওয়ার্কারকে আপনি ২০ ডলার দিলেন বাকি আশি ডলার আপনার প্রফিট।




ফেক রিভিউ  Fiverr Hidden Tips Bangla


ফাইবারে অর্ডার পাওয়ার জন্য প্রধান অবলম্বন হলো গিগ এ রেটিং থাকা বা রিভিউ থাকা। ফাইবার অ্যালগরিদম যেই গিগ এর আন্ডারে বেশি রিভিউ এবং রেটিং থাকে ওই গিগটি সকল বায়ারদের কাছে বেশি বেশি শো করে। তাই অর্ডার পাওয়ার জন্য গিগ এর রেটিং সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু একাউন্টের প্রথম অবস্থাতে কোন রিভিউ রেটিং না থাকার কারণে অনেক সময় অর্ডার পেতে সময় লাগে বা পাওয়া যায় না।

তাই একাউন্টের প্রথম অবস্থাতে কিছু ফেক রিভিউ এবং রেটিং নেওয়ার মাধ্যমে অর্ডার পাওয়া সম্ভব। এটি একটি কার্যকারী টিপস অ্যান্ড ট্রিক্স।

সর্বোপরি: এছাড়াও আরো অনেক হিডেন টিপস এন্ড ট্রিকস রয়েছে যেমন আপনি আপনার ফাইবার gig টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে পোস্টের নিচে কমেন্ট অথবা গ্রুপে পোস্ট করার মাধ্যমে ওখান থেকে এক্সট্র া ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন । 

Post a Comment

أحدث أقدم