youtube.com এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনা পুঁজিতে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান জনপ্রিয় একটি ব্রান্ড একটি কোম্পানি তৈরি করা সম্ভব তৈরি করা সম্ভব তৈরি করা সম্ভব তৈরি করা সম্ভব। এবং আপনি যদি ইউটিউবে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চান তাহলে youtube ভিডিওকে রেংকিংয়ে নিয়ে আসা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে আমাদের এই ব্লক পোষ্টের মাধ্যমে শিখব কিভাবে Youtube Video SEO Bangla Tutorial টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ এবং সুষম নিরীক্ষার মাধ্যমে  ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জনের সকল খুঁটি একটি বিষয় জানবো।


আপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে রেংকিংয়ে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব ভিডিও টিকে প্রপারলি এসইও করতে হবে। এসইও করার জন্য বেশ কয়েকটি ফর্মুলা প্রয়োজন হয় যেগুলো ইউটিউব ভিডিও রেংকিংয়ে আনতে সব থেকে বেশি ভূমিকা পালন করে।

১/keyboard রিসার্চ

২/ বেস্ট কোয়ালিটির ভিডিও

৩/ইনফরমেটিভ ভিডিও ইত্যাদি।

Youtube Video SEO Bangla Tutorial - ইউটিউব ভিডিও এসইও


Youtube Video SEO Bangla Tutorial - ইউটিউব ভিডিও এসইও

এখন আমি আপনাদেরকে যেই এসইও ফেক্টর গুলো নিয়ে আলোচনা করব সেগুলো মনোযোগ সহকারে ধারণ করার চেষ্টা করুন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কে প্রপারলি SEO করে রেঙ্ক এ নিয়ে আসতে পারবেন।


1. ভিডিও টপিক নির্বাচন করা:

আপনি যখন একটি ভিডিও তৈরি করা নিয়ে চিন্তা করবেন তখনই আপনাকে চিন্তা করতে হবে কোন রিলেটেড বা কোন টপিকের উপরে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। ভিডিও তৈরি করার টপিক বা ক্যাটাগরিকে নিশ বলে। আপনি কোন নিশ রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা একান্ত আপনার বিষয়।

নিচে কয়েকটি ক্যাটাগরি/নিশ সম্পর্কে আইডিয়া দেওয়া হল:

১/ ব্লগিং ক্যাটাগরি/নিশ
২/ টেকনোলজি টেক ক্যাটাগরি/নিশ
৩/ হেলথ টিপস ক্যাটাগরি/নিশ
৪/ রিভিউ ক্যাটাগরি/নিশ
৫/ ইনকাম ক্যাটাগরি/নিশ
৬/ ফাইন্যান্স/ব্যাংকিং/বিজনেস ক্যাটাগরি/নিশ
৭/ শেয়ার মার্কেট বিজনেস ক্যাটাগরি/নিশ
৮/ নিউজ ক্যাটাগরি/নিশ
৯/ শিক্ষা ক্যাটাগরি/নিশ
১০/ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি/নিশ

উপরোক্ত ক্যাটাগরি/নিশ গুলো আপনি প্রয়োগ করে একটি ভিডিও তৈরি করতে পারেন। তবে কোন একটি ক্যাটাগরিতে বা কোন একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করার জন্য ওই বিষয়ের উপর জানা খুবই জরুরী।


 আপনি যখনই আপনার পছন্দের ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন তখনই আপনার ভিডিওতে ইনফরমেটিভ এবং নতুনত্ব খুঁজে পাবে ভিউয়ারসরা এবং তারা আপনার ভিডিওর উপরে আকৃষ্ট হবে। তাই ভিডিও তৈরি করার আগে ভিডিও ক্যাটাগরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ তার মাধ্যমে Youtube Video SEO Bangla Tutorial - ইউটিউব ভিডিও এসইও সম্ভব।


2. ইফেকটিক এবং ক্লিকেবল থামনেল ব্যবহার করা :

আপনার ভিডিওতে ইমপ্রেসন এবং ক্লিক, ভিউ বাড়ানোর জন্য ক্লিকেবল থামনেল খুবই গুরুত্বপূর্ণ। তাই কনটেন্ট এর থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আপনার থামলেনেলের উপর। ভিজিটর যখন ইউটিউবে ঢুকে এবং তারা স্ক্রল করতে থাকে এবং তাদের কাছে ক্লিক করার মত একটি থামনেল উপস্থাপন করতে হবে, যাতে তারা ওই থামনেলেনের উপরে ক্লিক করতে বাধ্য হয়। থামনেলের ভিতরে এমন কিছু অ্যামেজিং দৃশ্য এবং গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে যার মাধ্যমে ভিজিটর আকৃষ্ট হয় ঐ ভিডিওটা দেখার জন্য। 


তবে অবশ্যই মনে রাখবেন ভিডিও অপ্রাসঙ্গিক কোন কিছু থামনেলে ব্যবহার করা যাবে না। অর্থাৎ বলা যায় ইউটিউব ভিডিও থামনেলে ইউটিউব ভিডিও কে ইম্প্রেশন ক্লিক থুুর রেট বাড়িয়ে তুলে এবং ভিডিও ভাইরাল করা তথা Youtube Video SEO Bangla Tutorial - ইউটিউব ভিডিও এসইও করার সফলতা ফুটিয়ে তুলে।

এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন তৈরি করা:
একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য এসইও ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ, ডিস্ক্রিপশন এ কিওয়ার্ড প্লেসমেন্ট করার মাধ্যমে একটি ভিডিওকে ইউটিউবে রেঙ্ক করা অনেকটা ইজি হয়ে যায়। 



টাইটেলে রিসার্চকৃত ফোকাস এবং মেইন কিওয়ার্ড ডিস্ক্রিপশন এর মধ্যে বসিয়ে আগে পিছে সেমিলার ওয়ার্ড ব্যবহার করে দিতে হবে তাহলে ইফেক্টিভ ডিসক্রিপশন হিসেবে গণ্য হবে। যদি শুধুমাত্র ফোকাস এবং মেইন কিওয়ার্ড ডিস্ক্রিপশন এর মধ্যে প্লেসমেন্ট করা হয় তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি হয় না তাই কিওয়ার্ড এর আগে পিছে সিমিলার ওয়ার্ড ব্যবহার করে কিওয়ার্ডকে একটি এসইও ফ্রেন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে।


এসইও ফ্রেন্ডলি ট্যাগ নির্বাচন করা: youtube ভিডিওকে ভাইরাল করার জন্য youtube ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব ট্যাগ মূলত এসইও করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, টাইটেলে এবং ডেসক্রিপশনে দেওয়া মেইন কিওয়ার্ড যেটা রিসার্চ করে ভিডিওর জন্য মেইন কিওয়ার্ড হিসেবে নির্বাচন করেছেন ওই কিওয়ার্ড ভিডিও ট্যাগের ভিতর বসাতে হবে। 




এবং রিলেটেড ভিডিওগুলোকে চেক করতে হবে এবং গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেই অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে একটি ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। সর্বোপরি বলা যায় ভিডিও ভিডিওতে এমন কিছু ট্যাগ ব্যবহার করতে হবে যেই ট্যাগ গুলো ভাইরাল কিওয়ার্ড এবং ভিডিও রিলেটেড অধিক সার্চ কিওয়ার্ড এবং রিলেটেড ভিডিও গুলোতে  ব্যবহার হয়েছে এমন কিওয়ার্ডগুলোকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে।

ভিডিও মার্কেটিং করা: youtube ভিডিওকে র‍্যাংক করার জন্য ওই ভিডিওর মার্কেটিং করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটি প্রফেশনাল ইউটিউব এর হয়ে থাকেন এবং প্রফেশনালি একটি ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ভিডিও কে মার্কেটিং করা আপনার জন্য লাভজনক। কারণ আপনি যখন ইউটিউব ভিডিও টিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন facebook twitter instagram wikipedia tiktok ইত্যাদি প্লাটফর্মের মাধ্যমে মার্কেটিং করবেন তখন সেখান থেকে এক্সট্রা ভিজিটর আপনার ভিডিওটিকে সার্চ করে দেখবে। 



তবে এটা মনে রাখবেন কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার সময় ইউটিউব ভিডিও লিংক শেয়ার করবেন না। আপনার মেইন কিওয়ার্ড দিয়ে মার্কেটিং করবেন যাতে ভিজিটর এসে কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ভিডিওটি দেখে। তাহলে youtube এলগরিদম এর কাছে ভিডিওটির এংগেজমেন্ট ডিউরেশন ইত্যাদি অপটিমাইজ হবে এবং তারা নিজের থেকে আপনার ভিডিওটিকে ভাইরাল করবে।




Post a Comment

নবীনতর পূর্বতন